কলারোয়ার সোনাবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘একের আহবানে’।
শীতবস্ত্র হিসাবে ২শত হতদারিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘একের আহবানে’ সামাজিক দূরত্ব বজায় রেখে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির।
সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হারুনর রশীদ ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফকির আহম্মেদ।
অনুষ্ঠানে সাংবাদিক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সরদার জিল্লুরসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।
পরে ওসি মীর খায়রুল কবীর পার্শ্ববর্তী সোনাবাড়িয়া ওমর ইবনে খাত্তাব (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফিজিয়া পড়ুয়া ছাত্রদের খোঁজখবর নিতে সেখানে যান।
ছবিতে..
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]