কলারোয়ার সোনাবড়িয়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে।
সরকার কর্তৃক অনুমোদিত ডিলারের মাধ্যমে মঙ্গলবার (২৫আগস্ট) বেলা ২টার দিকে বিরামহীন ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা সাধারণ এই সকল পণ্য ক্রয় করেন।
ট্রেডিং কপোর্রেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয়কালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়ায় সরকারী অনুমোদিত টিসিবি ডিলার আজাহারুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেনসহ ক্রেতা সাধারনগণ।
এসময় সহজলভ্য সোয়াবিন তেল লিটার প্রতি লিটার ৮০ টাকা, মসুরির ডাউল প্রতি কেজি ৫০ টাকা ও প্রতি কেজি চিনি-৫০ টাকা দরে বিক্রয় করা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় ক্রেতা সাধারনের জন্য সাশ্রয় মূল্যে পণ্য ক্রয়ের লক্ষ্যে টিসিবি’র এই বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]