কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন।
ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়া কার্যক্রমের সভাপতি উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের সমন্বয়ে ম্যানেজিং কমিটির ৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে ৫জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটে সরদার আমজাদ হোসেন সভাপতি নির্বাচিত হন। অপর ৪ সদস্য ভোটাধিকার প্রয়োগ না করে সভাস্থল ত্যাগ করেন।
সরদার আমজাদ হোসেন পূর্বের এডহক কমিটিরও সভাপতি মনোনিত ছিলেন।
ভোট অনুষ্ঠানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ও বিনা প্রতিদ্বন্দীতায় ৩ জন শিক্ষক প্রতিনিধি ও ৬ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]