কলারোয়ার সোনাবাড়ীয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে কলারোয়া থানা পুলিশ। 'মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে সোনাবাড়ীয়া মোড় থেকে কর্মসূচীর সূচনা হয়।
কর্মসূচীর শুরুতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি সোনাবাড়ীয়া বাজার মোড় থেকে হাইস্কুল মোড় প্রদক্ষিণ করে প্রাইমারী স্কুল সংলগ্ন রোডে এসে শেষ হয়। এসময় বহু পথচারী, বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সাব ইন্সপেক্টর মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে কর্মসূচীতে অংশ নেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য আনারুল ইসলাম, এএসআই তালেব, জসিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]