কলারোয়ার সোনাবাড়ীয়া ইউপির ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুননির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শন্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।
সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আবদুল হামিদ জানান, “সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুনঃভোটগ্রহণে প্রতিদ্বন্দ্বীতা করেন দুই প্রার্থী। নির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী রহিমা খাতুন সর্বমোট ২৬৭৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীতা মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তার পেয়েছেন ৯৪১ ভোট।”
নির্বাচনে রহিমা খাতুন ছিলেন নতুন মুখ। প্রথমবারের মতো তিনি ইউপি সদস্যা নির্বাচিত হলেন। ফলাফল ঘোষণার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি শুধু তাদের জনপ্রতিনিধি নয়, যারা ভোট দেননি তাদেরও জনপ্রতিনিধি আমি। সবার প্রতি আমার আহবান আপনারা নির্বাচন পরবর্তী পরিবেশ অবশ্যই শান্তিপূর্ণ রাখবেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন ও মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তার নির্বাচনে সমান সংখ্যক (১৩২২) ভোট পান। উভয়েই সমান ভোট পাওয়ায় এই সংরক্ষিত আসনে (৭ অক্টোবর) পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]