"যদি সুস্থ সবল জীবন চাও, মাদক ছেড়ে খেলতে যাও" এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ার সোনাবাড়ীয়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে খেলাটির আয়োজন করে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে খেলাটি উদ্বোধন করেন- কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আবু নসর। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ইউপি সদস্যা রহিমা খাতুন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে খেলাটি উপভোগ করতে উপস্থিত হন কলারোয়া থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা।
গ্রাম বাংলার ঐহিত্যবাহী এই খেলাটি উপভোগ করতে গভীর রাত পর্যন্ত দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। বিশেষ করে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলায় বিজয়ী দলের জন্য ছিল- প্রথম পুরস্কার ১টি ছাগল এবং দ্বিতীয় পুরস্কার ২টি রাজহাঁস।
ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ৮ দলীয় এই হা-ডু-ডু খেলায় বিজয়ী হয়ে প্রথম পুরস্কার অর্জন করেন- বড়লী হা-ডু-ডু দল।
খেলাটির সম্প্রচার সহযোগী হিসেবে ছিল অনলাইন নিউজপোর্টাল কলারোয়া নিউজ ডটকম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]