কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজ কল্যান সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার বিকালে উত্তর সোনাবাড়ীয়া গ্রামে সংস্থার একটি কার্যালয় উদ্বোধন ও শান্তির প্রতীক একজোড়া পায়রা উড়ানোর মধ্যদিয়ে সংগঠনটির শুভযাত্রা উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
এরপর সংস্থাটির উদ্যোগে উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে বিজয়ের ৫০ বছর পূর্তি এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনতাজ আলী মোড়লকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
স্বপ্নচূড়া সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, রহিমা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে স্বপ্নচূড়া সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- শিক্ষক রুহুল আমীন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]