কলারোয়ার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে ১ম শ্রেণির শিক্ষার্থীদের মায়েদের নিয়ে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ শাহানাজ পারভীন, প্রধান শিক্ষক এস.এম ওমর ফারুক ও সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক রহিমা খাতুন।
বক্তারা বলেন, ‘মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তী শিক্ষার যত স্তর রয়েছে, তা জীবন-জীবিকানির্ভর শিক্ষা। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে।’
এসময় মা সমাবেশে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াজিহুর রহমান, মোছাঃ রাহিম খাতুন, রাহিমা সুলতানা, রহিমা খাতুন, নাজমা পারভীন, ফাতেমা-তুজ-জোহরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]