সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া সম্মলিত মাধ্যমিক
বিদ্যালয়ের নির্বাচন বাতিলের দাবীতে যশোর শিক্ষা বোর্ডে একটি অভিযোগ হয়েছে।
গত ২২ডিসেম্বর ওই অভিযোগে বলা হয়-ষড়যন্ত্রমুলক প্রহসন মূলক জোর পূর্বক নীতি বর্হিভুত মূলক ভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নীতি মালা বর্হিভুত হয়। যাহাতে অধিকাংশ নির্বাচিত সদস্যকে ভোট গ্রহন করতে দেয়া হয়নি। এক তরফা ভাবে সভাপতি নির্বাচিত করা হয়। সে কারনে এলাকায় বিশৃংখলা সৃষ্টি হচ্ছে।
এমনকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ
অসন্তোষ্ট হয়েছে। সদস্য আনারুল ইসলাম, নবীছউদ্দীন ও নুরুল ইসলাম বাদী হয়ে যশোর শিক্ষা বোর্ডে একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগটি ৩জানুয়ারী যশোর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডা.বিশ্বাস শাহিন আহম্মেদ গ্রহন করে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য
নির্দেশক্রমে অনুরোধ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]