প্রাণঘাতী করোনা ভাইরাসের এই সময়ে বাড়ছে অনলাইন ক্লাসের গুরুত্ব। বিস্তৃত পরিসরে চালু না হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে অনলাইন ক্লাস শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পাঠদানমুখী রাখতে কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু করে গত জুলাই মাসে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অনলাইন ক্লাসের জনপ্রিয়তা বেশ বেড়েছে।
জানা যায়, অত্র প্রতিষ্ঠানের প্রতিদিন দুইটি বিষয়ের দুইজন শিক্ষক অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছেন। "সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়" নামে একটি ফেসবুক গ্রুপ পেইজ সহ কয়েক পেইজে পাঠদানের ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে।
অনলাইন ক্লাসের বিষয়ে প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান বলেন- 'আমাদের শিক্ষকদের সহযোগিতায় আমরা গত জুলাই মাসে প্রথম অনলাইন ক্লাস শুরু করেছিলাম। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবারও নিয়মিতভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাসটি। শিক্ষকদের স্বতস্ফূর্ততা আর শিক্ষার্থী-অভিভাবকদের আগ্রহে আমাদের ক্লাসগুলো ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে।'
তিনি আরও বলেন- 'আমাদের শিক্ষকরা শুধু অনলাইন ক্লাসের মধ্যে সীমাবদ্ধ নেই। মাঝে মধ্যে পাড়া-মহল্লায় গিয়ে সরেজমিনে শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন এবং পড়াশোনারও নিয়মিত তদারকি করছেন।'
এই করোনাকালেও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন অটুট আছে বলেও জানান তিনি।
স্থানীয় সুধীমহল করোনাকালে শিক্ষকদের এই কর্মতৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন এবং শিক্ষার্থীদের পাঠদানমুখী রাখতে অনলাইন ক্লাস অব্যাহত রাখার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]