কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হয়েছে। ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমজেদ হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, চিত্রাংক, আবৃত্তি ও দোয়ানুষ্ঠন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, ইউপি সদস্য নূরুল ইসলাম, আনারুল ইসলাম, মেহেরুল্লাহ, আশরাফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি নয়নরঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান উজ্জল, আতাউর রহমান লাভলু প্রমূখ।
অনুষ্ঠানে বক্তৃতা, আবৃত্তি ও চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কর বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- সিনিয়র শিক্ষক রুহুল কুদ্দুস। শহীদদের প্রতি বিশেষ দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]