কলারোয়ার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিকূল (বৃষ্টি) পরিবেশেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষনীয়।
অনুষ্ঠিতব্য ১০ ইউপি নির্বাচনে মোট ১ লাখ ৪৪ হাজার ৪৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৭৪ ও মহিলা ভোটার ৭২ হাজার ৬৯৬ জন। জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে ১০ জন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকসহ বিভিন্ন প্রতীকে স্বতন্ত্র পার্থী ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ড’র মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৫ জন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করছেন। তবে ইতোমধ্যে একাধিক প্রার্থী দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ও ব্যক্তিগত কারনে নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]