দিনভর বৃষ্টি আর কিছু বিচ্ছিন্ন, অপ্রীতিকর ঘটনা ব্যতীত কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয়ভাবে প্রকাশিত ফলাফল এসেছে কলারোয়া নিউজের হাতে। তারমধ্যে ৪টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এবং ৬টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র ৬জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।
যারা বিজয়ী হলেন-
১নং জয়নগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন অটো রিক্সা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশাখা তপন সাহা।
২নং জালালাবাদ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান নিশান।
৩নং কয়লা ইউনিয়নে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোহেল রানা।
৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল কালাম।
৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল।
৭নং চন্দনপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডালিম হোসেন।
৯নং হেলাতলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন।
১১নং দেয়াড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান মফে।
১২নং যুগীখালী ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী রবিউল হাসান।
এদিকে, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোট জালিয়াতির কারণে ওই কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে। তবে ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আফজাল হোসেন হাবিল ৮টি কেন্দ্রের ফলাফলে বেশ এগিয়ে আছেন বলে জানা গেছে। ভোটের হিসাব-নিকাশে একপ্রকার তিনিই বিজয়ী হওয়ার দ্বারপ্রান্তে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]