সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন।
এদিকে, জেলা প্রশাসনের ঘোষিত লকডাউনের ১১তম দিন চলছে। রাস্তায় চলাচল অনেকটা স্বাভাবিক।
সোমবার (১৪ জুন) সকাল থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতরা হলেন, কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা এলাকার কামরুল ইসলাম (৫৩), একই উপজেলার শাহপুর গ্রামের ফিরোজা বেগম (৬৫) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার নুরজাহান বেগম (৩৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে মেডিকেলে ১২৪ জন করোনা উপসর্গ নিয়ে ও পজেটিভ হয়ে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার মন্ডল বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। সদর হাসপাতালে কেউ মারা যাননি। গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]