কলারোয়ায় অজ্ঞান পার্টির কবলে এক গরু ব্যবসায়ীর খোয়া গেলো ৮৫ হাজার টাকা।
উপজেলার আলাইপুর গ্রামের মৃত মমিন গাজীর ছেলে গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪২) কে অজ্ঞান করে ৮৫ হাজার টাকা লুটি নিয়েছে অজ্ঞান পার্টি।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল গরু হাট থেকে যাত্রীবাহী বাস যোগে কলারোয়ায় আসার পথে।
সাথে থাকা অন্য গরু ব্যবসায়ী সিরাজুল, জাকির, কাদের জানান, তারা ৪জন কলারোয়া থেকে গরু নিয়ে সাতমাইল হাটে যান। সেখানে ৪টি গরু বিক্রয় করে সব টাকা ভাগ করে নিয়ে বেলা ৩টার দিকে সাতমাইল গরু হাট থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহি বাসে ওঠেন। কলারোয়ায় আসার পর বাস স্ট্যান্ডে একে একে ৩জন নেমে পড়লেও রাজ্জাক গাড়ী থেকে না নামায় তারা আবার গাড়িতে ওঠেন। এসময় দেখেন রাজ্জাক গাড়ীর ছিটের উপর ঘুমিয়ে রয়েছে। ডাকা ডাকি করেও তার জ্ঞান ফেরিনি। ওই সময় তাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে তারা ভর্তি করেন তারা।
হাসপাতালে ছেলে ও স্ত্রী এসে জানান, তার কাছে যে ৮৫ হাজার টাকা ছিলে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো অজ্ঞান পার্টি ওই টাকা নিয়ে গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]