কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে "বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতি বদ্ধ"- এই শ্লোগানকে সামনে রেখে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত মাধ্যমিক পর্যায়ের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইনে ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং বিএসএইচ সিঙ্গা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা তার কার্যালয়ে বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু, হঠাৎগঞ্জ হাইস্কুলের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুর রহমান লাল্টু প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]