কলারোয়ায় অনুমোদনহীন নুডুলস কারখানায় আগুন লেগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ের একটি ভাড়া বসতবাড়িতে।
শনিবার (৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাখানিক পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। এর মধ্যে অনুমোদনহীন নুডুলস কারাখানায় গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে নুডুলস তৈরির উপকরণসহ ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়।
জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে কলারোয়ার কলাগাছি মোড়ের নিকটবর্তী বামনখালি সড়কের ধারে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তারুল ইসলামের বাড়ির দোতলা ভাড়া নিয়ে জনৈক ইব্রাহিম হোসেন একটি নুডুলস কারখানা প্রতিষ্ঠা করেন। অবৈধভাবে প্রতিষ্ঠিত কারখানায় অপরিকল্পিত ভাবে নুডুলস তৈরীর সময় গ্যাসের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়ে বিভিন্ন মালামাল ভস্মিভূত হওয়ায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এ ব্যাপারে, সাইনবোর্ড বিহীন অবৈধ নুডুলস কারখানার সত্ত্বাধিকারী ইব্রাহিম হোসেন তার কারখানায় আগুন লেগে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। তবে অনুমোদনহীন কারখানা চালু রাখার বিষয়ে তিনি কোন সদুউত্তর দিতে পারনেনি। এলাকাবাসী, কলারোয়ায় সরকারিভাবে নিয়মনিতীর তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা এসব নুডুলস, সেমাই, ট্যাং তৈরী কারখানা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ঠ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]