সাতক্ষীরার কলারোয়ায় অপহরণ মামলায় এক যুবক আটক হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরহাট বাজার থেকে তাকে আটক করে থানা পুলিশ।
এসময় অপহৃতা উদ্ধার করে।
আটককৃত ব্যক্তিরা হলো-উপজেলা দেয়াড়া গ্রামের আজবানীর ছেলে শহিদুল ইসলাম (২৫)। সে গত ২৪ মার্চ সকালে কলারোয়া বেত্রাবতী হাইস্কুলের সামনে থেকে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে জোর পূর্বক মহিন্দ্রতে তুলে নিয়ে অপহরণ করে।
এঘটনায় তার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরহাট বাজার থেকে অপহরণকারী শহিদুল ইসলামকে আটক করে। এসময় অপহৃতাকে উদ্ধার করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]