কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ ও সমবায় সমিতি লিঃ আয়োজনে অবসর পরবর্তী সুবিধার চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২১ জুন) বেলা ১টার দিকে উপজেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই চেক প্রদান করা হয়।
অফিস সূত্রে জানা যায়, কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনজুমানারা খাতুন দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অসুস্থতার কারনে স্ব-ইচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহন করায় কল্যাণ সমিতির পক্ষ থেকে তার জমাকৃত টাকা লভ্যাংশসহ ৬৩ হাজার ৫৫ টাকার চেক প্রদান করা হয়েছে।
অসুস্থ শিক্ষিকা আনজুমানারা খাতুনের চেক গ্রহন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাবেক সভাপতি শামছুল হক।
চেক বিতরণকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কল্যান সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, কল্যাণ সমিতির নির্বাহী সদস্য শিক্ষিকা শাহানাজ পারভীন, অফিস সহকারী আব্দুল জলিল প্রমুখ।
অনাড়ম্বর চেক প্রদান অনুষ্ঠান শেষে অসুস্থ শিক্ষিকা আনজুমানার খাতুনের আশু রোগ মুক্তি কামনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]