সাতক্ষীরার কলারোয়ার কলাগাছি মোড় সংলগ্ন এলাকায় সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৭ নভেম্বর) সরেজমিনে যেয়ে দেখা যায়, স’মিল মালিক মুনসুর আলী নামে এক ব্যক্তি সরকারি রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করছে। বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীকে অবহিত করলে তৎক্ষণাৎ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল-আমিন হোসেনকে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি সরেজমিনে গিয়ে অবৈধভাবে জমি দখলের ঘটনার সত্যতা পেয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন। এক সপ্তাহ পর সার্ভেয়ার দিয়ে জমি মেপে তারপর কাজ শুরু করার কথা বলেন সহকারী কমিশনার। এ সময় কলারোয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই রঞ্জন কুমার ও বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়ায় এলাকার জনসাধারণ স্বস্তির নি:শ্বাস ফেলেছেন এবং স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
সূত্রে. পত্রদূত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]