কলারোয়ায় অভিনব কায়দায় দোকান থেকে পণ্য চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীর চোখে ধূলা দিয়ে সটকে পড়লো সেই ক্রেতা!
ঘটনাটি ঘটেছে কলারোয়ার প্রাণকেন্দ্র সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের বিপরীতে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক লাগোয়া এম রুচিরা বেকারীতে।
ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব মোশারফ হোসেন জানান, ‘১৫ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে দোকানের সামনে মোটরসাইকেল রেখে মুখে মাস্ক পরিহিত এক যুবক দোকানে ঢোকেন। তিনি দুই কার্টুন ব্যানসন সিগারেট ও দুই কার্টুন গোল্ডলিপ সিগারেট নিয়ে টাকা না দিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে রেখে আসি বলে দোকানের বাইরে যান। গিয়েই কৌশলে দ্রুত মোটরসাইকেলে চালিয়ে সটকে পড়েন। আমরা দোকানের বাইরে যাওয়ার মধ্যেই ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি।’
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) তিনি জানান, ‘দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ঘেটে ওই যুবককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মৌখিকভাবে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বলেছেন বলে জানান।
এদিকে, পণ্য নিয়ে টাকা না দিয়েই কৌশলে সটকে পড়ার ঘটনা কলারোয়ায় প্রায়ই ঘটছে বলে জানান অনেক দোকানদার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]