২০২১ মৌসুমে কলারোয়ায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ডিসেম্বর) কলারোয়া খাদ্য গুদামে খাদ্য বিভাগের আয়োজনে আমন সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মিলার শাহাজুল আল সাজু, তরিকুল ইসলাম, মাহফুজার রহমান, উপজেলা খাদ্যগুদামের কর্মচারী রিপন কুমার রায়, মাহাবুবর রহমান, রুবিনা আক্তার প্রমুখ।
এবিষয়ে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল বলেন, এবার ৪৫২ মে.টন সিদ্ধ চাল ও ১৪ মে.টন আতপ চাল সংগ্রহের জন্য সরকার নির্ধারণ করেছে। কিন্তু সরকারের সাথে কলারোয়ার ২৩টি মিলার চুক্তি করে এবার ২০৩ মে.টন চাল দিচ্ছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান জানান, এবার উপজেলায় ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চাল সংগ্রহ চলবে।
উপজেলার মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান বলেন, বর্তমানে বাজারে চাল ৪১ টাকা থেকে ৪২টাকায় বিক্রয় হচ্ছে প্রতিকেজি। অথচ, সরকার মিলারদের কাছ থেকে কিনছে-৩৭টাকা কেজিতে। উপজেলায় ২৮টি মিলের লাইন্সেস রয়েছে। বাজারে চাউলের দাম বেশি থাকায় ২৩টি মিলার তাদের মিলের নিবন্ধন বাঁচিয়ে রাখার জন্য প্রতি কেজিতে ৪টাকা লসে চাল দিচ্ছে।
উপজেলার মিল মালিক সমিতির সাধারণ সম্পপাদক রফিকুল ইসলাম বলেন, এবার বাজারে আমন ধান প্রতিকেজি ২৭টাকায় বিক্রয় হচ্ছে। সেখানে সরকার ২৬টাকা প্রতিকেজি রেট করেছেন। সেজন্য এবার কোন মিলার গুদামে ধান দিচ্ছেন না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]