সাতক্ষীরার কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালনের সহযোগিতায় আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর আওতায় “সেকেন্ড চান্সে শিক্ষাদান শেখ হাসিনার অবদান ” এই শ্লোগানকে সামনে রেখে এক অবহিতকরণ কর্মশালার সিডিউল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে ও বাস্তবায়ন সহযোগি সংস্থা কলারোয়া উন্নয়ন পরিষদের (উপ) আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইবাদুল ইসলাম ও গীতা পাঠ করেন মনিশংকর হালদার। এছাড়া জাতীয় সংগীতও পরিবেশন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক আব্দুস সালাম। পরে প্রোগ্রামের কার্যক্রম উপস্থাপন করেন উশিব্যু খুলনার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস।
তিনি জানান,কলারোয়া উপজেলায় এ সংস্থার আওতায় ৭০টি প্রতিষ্ঠান করা হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার সহকারী কমিশণার (ভুমি) আক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত আরা, উপজেলা সহকারী প্রাথমিকা শিক্ষা কর্মকর্তা সন্দীপ রায়, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, গণ মৈত্রীর পরিচালক মেহেদী হাসান, সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]