সাতক্ষীরার কলারোয়ায় আগুনে মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর পাকা রাস্তার পাশে রবিবার দিবাগত রাত ৩টার দিকে (সোমবার) ওই মুদি দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগি দোকানদার শাহ আলম।
এতে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক শাহ আলম কলারোয়া নিউজকে জানান, ‘রবিবার দিবাগত রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এরপর রাত আনুমানিক ৩টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি আমার দোকান আগুন জ্বলছে। আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। কিন্তু ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]