কলারোয়ায় আদালত ও থানা পুলিশের আদেশ অমান্য করে বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫মার্চ) সকালে উপজেলা সিংহলাল গ্রামের মৃত কানাই সানার ছেলে কৃষক নূর ইসলাম এই অভিযোগ করেন।
তিনি বলেন- একই গ্রামের কতিপয় ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে তার ভিটাবাড়ীর ৩৭ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এঘটনায় তিনি বাদী হয়ে সিংহলাল মৌজায় ১৯১৭ ও হাল ২১৪৯ দাগের ভিটাবাড়ীর জমি ক্রয় এবং পৈত্রিক সূত্রে মালিক উল্লেখ্য করে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কলারোয়া থানা পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিপক্ষের নামে নোর্টিশ প্রদান করেন। এদিকে এই নোর্টিশ পাওয়ার পরে সে আদালত ও থানা পুলিশের আদেশ অমান্য করে ওই বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে।
এতে বাধা দেওয়া সে হুমকি দিচ্ছে।
মামলার বাদী নূর ইসলাম এ ঘটনায় ন্যায় বিচার পাওয়ার আশায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]