মুজিব বর্ষের উদ্দিপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ' এই -স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপির উপজেলা কর্মকর্তা হালিমা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় সেখানে প্রশিক্ষিকা মোমেনা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপির দলনেত্রী খালেদা বেগম, নাহিদা খাতুন, নারগিস খাতুন, আনসার ও ভিডিপির কমান্ডার ও সদস্য খায়রুল ইসলাম, ইসারুল, আলিম হোসেন, মেহেদী হাসান. রাজিব হোসেনসহ উপজেলার দলনেতা-দলনেত্রী ও আনসার ভিডিপি কমান্ডার এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা হালিমা খাতুন বলেন-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২২ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]