“আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন”-এ শ্লোগানকে সামনে রেখে কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।
উপজেলা দুপ্রক'র সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুকনুজ্জামান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড কামাল রেজা, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক কামরুল হাসান, শিক্ষক মনিরুজ্জামান সহ উপজেলা দুপ্রকের সদস্যগণ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা স্কাউট সদস্যদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]