কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন-২২' দিবস পালিত হযেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে দিবসটি পালনে র ্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’( ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা) এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত র ্যালিটি গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান, পিআইও ওবায়দুল্লা হক, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকোনুজ্জামান, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অপু মিয়া, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, সাঈদ আলী গাজী, বিশাখা তপন সাহা সহ বিভিন্ন দপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে জনগনকে সচেতন থাকার আহবান জানান। সব শেষে আপৎকালীন দূর্যোগ মোকাবেলা ও প্রতিরোধে জনগনের সচেতনতা বৃদ্ধিতে ইউএনও রুলি বিশ্বাসের নেতৃত্বে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কলাকৌশলের মহড়া প্রদর্শন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]