কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
মুজিব বর্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই ¯স্লোগানকে সামনে রেখে সোমবার (৮মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা অডিটোরিয়াম এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন। এর আগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার দত্ত অমল সরকার, এনজিও প্রতিনিধি রাহুল দে, পুষ্টি সেবিকা শিখা রাণী চক্রবর্তী, এসিডিআই এর প্রতিনিধি রোকসানা খাতুন, সি ডবিøউ সিএস এর প্রতিনিধি তামান্না আঞ্জুমান, মুসলিম এইড এর কলারোয়া শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক সারজিনা খাতুন, সাবিকুন নাহার, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সকল কিশোরী ক্লাবের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী, এনজিও কর্মীসহ একাধিক সংগঠনের নারী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বিল্লাল হোসেন। উল্লেখ্য-উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]