কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবারর (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি বের করে। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
'কোভিন-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল, শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা' শীর্ষক স্লোগানে এবং ‘সবাই হব সাক্ষর আর দক্ষ, একুশ শতকে এই আমাদের লক্ষ্য’-এ প্রতিপাদ্যে দিবসটির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ থেকে বের হওয়া র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, আশেকুজ্জামান, হুমায়ুন কবির, প্রধান শিক্ষক পারুল আক্তার, আহসান উল্লাহ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]