কলারোয়ায় নতুন করে আবারও এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জন। তবে ইতিমধ্যে ৪৬ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার (২আগষ্ট) নতুন করে আক্রান্ত ব্যক্তি হলেন, কলারোয়া পৌরসদরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় চাকুরির সূত্রে বসবাসরত বি,কে সমাদ্দার (৫৫)।
নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে রবিবার লক ডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস (ওসি) জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) চিকিৎসক জিয়াউর রহমান বলেন, নতুন ১ ব্যক্তিসহ গত শুক্রবার(৩১জুলাই) আরও ৪ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় মোট ৭০ জনের মধ্যে ৪৬ জন করোনামুক্ত হয়েছেন। আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২২ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ।
তিনি রবিবার (২ আগষ্ট) নতুন ০১ ব্যক্তিসহ ৩১ জুুলাই শুক্রবার ৪ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন পর্যন্ত ৬৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠালে ইতোমধ্যে ৬২২ জনের ল্যাব থেকে রিপোর্ট এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]