আবারো কলারোয়ায় হাতি নিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন বাজারের দোকানে দোকানে ও পথচারীদের কাছ থেকে হাতি দিয়ে টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে।
বৃহষ্পতিবার (১১ নভেম্বর) উপজেলার কাজীরহাট বাজারে এ দৃশ্য দেখা গেছে। ওই বাজারের বিভিন্ন দোকানে দোকানে হাতির পিঠে চড়ে হাতির শুর দিয়ে টাকা উত্তোলন করেন এক ব্যক্তি। একপ্রকার টাকা দিতে বাধ্য হন দোকানদার ও পথচারীরা।
অনুরূপভাবে হাতি নিয়ে চাঁদাবাজি করতে শোনা গেছে অন্যান্য এলাকা ও বাজারেও।
বাজারের কয়েজন ব্যাবসায়ী বলেন, ‘হাতি ২০ থেকে ৫০ টাকার নিচে নিচ্ছে না। হাতির মালিকের ইশারা না পাওয়া পর্যন্ত টাকা নিচ্ছে না। একদিকে বর্তমানে ব্যবসা খারাপ অপরদিকে অবলা জীব হাতি দিয়ে চাঁদাবাজি করছে। দেখার যেন কেউ নেই।’
‘এ রকম চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন’ ভুক্তভোগি ব্যবসায়ীসহ পথচারীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]