কলারোয়ায় নতুন করে আবারো এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত ব্যক্তি হলেন উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইছাক মোড়লের পুত্র ফজলুর রহমান (৬৫)। এ পর্যন্ত মোট শনাক্ত ১১৪ জনের মধ্যে ৯৯ জন করোনামুক্ত হয়েছেন। আর ৪ জন মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ১১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরাসহ বিভিন্নভাবে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন। এ ছাড়া আরো কয়েকজন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভের পথে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত ৭৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়। রিপোর্ট এসেছে ৭২৪ জনের।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]