সাতক্ষীরা জেলাব্যাপী টানা চতুর্থ সপ্তাহের প্রথম দিনের লকডাউন চলছে। এদিন কলারোয়ায় আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) গোলাম সরোয়ার।
তিনি জানান, ‘এদিন কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩০জনের নমুনা পরীক্ষায় ১১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৭ভাগ। আর অপর দুই জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’
র্যাপিড এন্টিজেন কিটসে শনাক্ত ব্যক্তিরা হলেন- পৌরসভাধীন তুলশীডাঙ্গার আবুল খায়ের (৫৫), কেরালকাতা ইউনিয়নের ইলিশপুরের মনোয়ারা খাতুন (৫৮), বহুরার আব্দুর রশিদ (৫৮), সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর আবুল বাশার (৩০), বড়ালীর ফিরোজা খাতুন (৩৪), কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ার রুহুল কুদ্দুস (৪৬), পাঁচপোতার সেলিমা খাতুন (৬৫), জয়নগর ইউনিয়নের ধানদিয়ার সুফিয়া বেগম (৬২), জয়নগরের মোহিনি (২১), চন্দনপুর ইউনিয়নের হিজলদীর আবুজার (১৬) ও কুশোডাঙ্গা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের রোকেয়া (৩৫)।
আরটি পিসিআরে শনাক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুরের স্বপনা সরকার (৫৫) ও কেঁড়াগাছি ইউনিয়নের হরিণা গ্রামের নাজমুল (৫৫)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]