কলারোয়া নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ১ জন বয়স্ক পুরুষ ও ১ জন নারী। শতকরা শনাক্তের হার ২৯ ভাগ।
গত ৬ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের মধ্যে ২৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
হাসপাতাল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, মঙ্গলবার করোনায় শনাক্ত ব্যক্তিদ্বয় হলেন কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের সামছুর রহমান (৬৫) ও পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের অনিন্দ অর্নব ভৌমিক (২৮)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে করোনা পজিটিভ শনাক্তের হার কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।
তিনি ভ্যাক্সিন (টিকা) গ্রহনকারী সহ সকল ব্যক্তিকে মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]