দেশব্যাপী কঠোর বিধিনিষেধের প্রথম ৭দিনের শেষ দিনে কলারোয়ায় নতুন ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৭জুলাই) কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৭ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
এদিন করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন- উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের শরীফতুল্লাহ গাজীর পুত্র মফিজুল ইসলাম (৩৭), সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মোছা. রাবেয়া (৫৭) ও চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মো. হাসেমের পুত্র মো.সালাম (৩০)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]