কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫৬ জনের মধ্যে ইতোমধ্যে ২৩ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন। মারা গিয়েছেন ১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১৯ জুলাই) নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কেরালকাতা ইউনিয়েনের ইলিশপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আল আমীন (২৬), আল আমীনের স্ত্রী আসমা খাতুন (২২) ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের হরেন্দ্রনাথ রায়ের পুত্র স্বপন কুমার রায় (৪১)।
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান আরো জানান, 'এদিন পর্যন্ত ৬০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৫৭৫ জনের রিপোর্ট এসেছে।'
এদিকে, নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
উল্লেখ্য, ইতোমধ্যে কলারোয়ার বাইরে অবস্থানরত উপজেলার ৪জন করোনাভাইরাসের মৃত্যুবরণ করেছেন। তারা হলেন প্রবীণ আ.লীগ নেতা আবুল খায়ের মজুমদার, কেরালকাতা ইউপি চেয়ারম্যা আব্দুল হামিদ সরদার, হেলাতলার আজহারুল ইসলাম ও পৌরসদরের বাজার সংলগ্ন এলাকার হোসনেয়ারা। মৃত্যুর পর তাদের কলারোয়ায় দাফন সম্পন্ন হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন 'সেবা' দাফন কাজ সম্পাদন করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]