কলারোয়ায় আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (২৩ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করা নমুনা পরীক্ষা থেকে এ রিপোর্ট জানা গেছে।
এদিন কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ হয়। আর অপর একজনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটসে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন পৌরসভাধীন মাসুদ রহমান (৩৫), মুরারীকাটির মো.সাদ্দাম (২৮), হাসপাতাল সড়কের মোছা. লাইলী (৬১) ও সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর আব্দুল গনি (৬২)।
সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে করোনা শনাক্ত ব্যক্তি হলেন লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুরের মোছা. শরিফা (৪০)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]