কলারোয়ায় শুরু হওয়া আলিম পরীক্ষায় ৩ পরীক্ষার্থী অনুপস্থিত। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার (২ ডিসেম্বর) কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ৪টি মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের নিয়ে প্রথমদিনের এই পরীক্ষা শুরু হয়। কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা, হামিদপুর সিনিয়র মাদ্রাসা, বুজতলা সিনিয়র মাদ্রাসা ও কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার মোট ১৬৬জন পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে ছেলে ৯৯ জন। আর মেয়ে ৬৭ জন। প্রথমদিনে কুরআন মজিদ পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিতি ছিলো বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।
কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান। হল সুপারের দায়িত্বে ছিলেন প্রভাষক তৌহিদুর রহমান। এছাড়া
আলিম পরীক্ষা কেন্দ্রের সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন কলারোয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এএসএম সোহেল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]