কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
সোমবার( ১৫ আগষ্ট) সকালে উপজেলা আ'লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনিমিত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দলীয়ভাবে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে পৌর আ'লীগ সহ উপজেলার ১২ ইউনিয়ন আ'লীগের আয়োজনে পৃথকভাবে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ভিত্তিক নেতা- কর্মীদের আয়োজিত আলোচনা সভা সহ অন্যান্য অনুষ্ঠান সফল করতে উপজেলা আ' লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, যুগ্মা সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ'লীগ নেতা সরদার আমজাদ হোসেন সহ উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। সকল অনুষ্ঠানে শোককে...শক্তিতে পরিনত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে
কাঙ্গালী ভোজ শেষে তৃনমুল স্তরেরর দলীয় নেতা- কর্মীরা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ানুষ্ঠানে অংশগ্রহন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]