কলারোয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযথ মর্যদা ও শান্তি পূর্ণভাবে পালনের লক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা বলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তি, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স, ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), চেয়ারম্যান সাইদ আলী গাজী, চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, চেয়ারম্যান রবিউল হাসান, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চেয়ারম্যান বিশাখা তপন শাহা, উপজেলা সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগন, সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক মন্ডলি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সার্বিক দিক নির্দেশনা দিয়ে ইউএনও রুলী বিশ্বাস বলেন- পুজা চলাকালীন অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে অসুবিধা হয় এমন কাজ করা হতে সবাইকে সচেতন থাকতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী হয় এমন ভাবে পূজা মন্ডপে সল্প পরিষরে আলোক সজ্জা করবেন।
তিনি জোরালো ভাবে বলেন- প্রতিমা বিসর্জনের দিন সকল পূজা মন্ডের কার্যক্রম রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। কোন ভাবে এর ব্যতিক্রম করা যাবেনা।
পরিশেষে যে কোন বিষয়ে প্রয়োজনে যে কোন বিষয়ে অবহিত করার জন্য ইউএনও রুলী বিশ্বাস নিজের এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার উপদেশ দেন উপস্থিত সকলকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]