কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ইউপি সদস্য।
৯ ডিসেম্বর ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য ছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ সচিব হাবিবুর রহমান গত ২৩ নভেম্বর ইউপি সদস্যদের ফোন করে জানিয়ে দেন যে, ট্যাগ অফিসার থাকতে না পারায় প্যানেল নির্বাচন স্থগিত করা হলো, পরবর্তী তাং পরে জানানো হবে। কিন্তু গত ৫ ডিসেম্বর ইউনিয়ন পরিষদে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, প্যানেল চেয়ারম্যান যদি তার পছন্দের না হয় তাহলে তিনি রেজুলেশন পেপারে স্বাক্ষর করবেন না। প্রয়োজনে প্যানেল নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দেয়ায় ইউপি সদস্যরা ক্ষোভে ফুঁসে উঠে।
এরই প্রেক্ষিতে চেয়ারম্যান বিশাখার বিরুদ্ধে ৭জন ইউপি সদস্যের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দেয়া হয়েছে ইউএনও বরাবর। তাদের মধ্যে ইউপি সদস্যরা হলেন মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, আসমত আলী, মোকলেছুর রহমান, হামিদা খাতুন ও তানজিলা খাতুন।
চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, ‘এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। চলতি মাসের ৩১ তাং পর্যন্ত সময় আছে। এরই মধ্যে প্যানেল নির্বাচন সম্পন্ন করতে হবে এমন চিঠি তার কাছে আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]