কলারোয়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীসহ দুই চেয়ারম্যান প্রার্থীকে অবৈধ ঘোষনা করলো নির্বাচন কমিশন
শুক্রবার দিনব্যাপী কলারোয়া উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫১ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০৬ জন মোট ৫৮০ জন প্রার্থীর যাচাই-বাছাই করা হয়েছে।
এর মধ্যে ২ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আমজাদ হোসেন ও ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক আব্দুর রহিমকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋন খেলাপি বিবেচিত হওয়ায় অযোগ্য ঘোষনা করলো কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এই দুজন বাদে চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে নৌকা প্রতীকের বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন এবং মোট দাঁড়ালো ৪৯ জনে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য ৪০৬ জনের কেহ অযোগ্য বিবেচিত হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।
এর আগে গত ১৮ মার্চ বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। শেষ দিনে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
১০ টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগ মনোনীত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, ১নং ইউনিয়নের শামছুউদ্দীন আল মাসুদ বাবু, ২নং ইউনিয়নের প্রভাষক আমজাদ হোসেন, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, ৪নং লাঙ্গলঝাড়া ই্উনিয়নে প্রভাষক এম এ কালাম, ৫নং কেড়াগাছি ইউনিয়নে ভুট্টলাল গাইন ৬নং সোনাবাড়ী ইউনিয়নে বেনজির হেলাল,৭নং চন্দনপুর ইউনিয়নে মনিরুল ইসলাম মনি ও ৯ নং হেলাতলা ইউনিয়নে সরদার আনছার আলী।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নেতা কর্মী ছাড়া ও জামাত বিএনপি ঘরোনার কয়েকজন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । এই হিসাবে ১০ জন আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে ৪১জন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]