কলারোয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১' উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুছ আলী, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খাঁন, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ, বিআরডিবি'র আরডিও এস,এম সোহেল হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে পর্যায়ক্রমে উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ১০ ইউনিয়নের ৯০ টি ভোট কেন্দ্রের ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৭৭৬ জন পোলিং অফিসারগণ প্রশিক্ষণ গ্রহন করেছেন।
সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, আসন্ন ইউপি নির্বাচনে শান্তি শৃংখলা সমুন্নত রেখে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষতা বজায় রেখে ভোট গ্রহন সম্পন্ন শেষে ফলাফল প্রকাশের উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, কোভিড-১৯ প্রতিরোধে স্থগিত হওয়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সরকার ঘোষিত ১০ টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]