কলারোয়ায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ শুরু হয়েছে।
আগামি ২০ সেপ্টেম্বর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে হেলাতলা ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
সেখানকার রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ৩দিন ব্যাপী ওই প্রশিক্ষণ সোমবার (৬ সেপ্টেম্বর) শুরু হয়।
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
প্রশিক্ষণে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ২৫ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।
নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, 'আসন্ন হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের জন্য তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে কারিগরি সহায়তাসহ দায়িত্ব পালনের লক্ষ্যে ৩ দিনের ইভিএম প্রশিক্ষণ শুরু হয়েছে।'
জানা গেছে, হেলাতলা ইউনিয়নে মোট ভোটার ১৮১৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯০৯৮ জন ও মহিলা ৯০৫৩ জন।
৯নং হেলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছেন ৫জন। তারা হলেন- আওয়ামীলীগের আনছার আলী সরদার, স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সরদার, মাজেদ বিশ্বাস, ইকবাল হোসেন ও মোয়াজ্জেম হোসেন। ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮জন আর ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মোট ৩৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখানে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]