কলারোয়া পল্লীতে মুচলেকা গ্রহন করে এক বাল্য বিবাহ রোধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।
সূত্র জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইলিশপুর গ্রামের শওকত আলীর ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী (১৪ বঃ) কে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়।
গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের তদারকিতে তাৎক্ষনিকভাবে বিবাহ বন্ধের ব্যবস্থা গ্রহন করেন।
শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে আখতারুল ও মোখলেছুরকে ঘটনাস্থলে পাঠিয়ে ৮ম শ্রেনীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতা শওকত আলীর কাছ থেকে বিবাহ যোগ্য না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবো না এই প্রতিশ্রুতিতে লিখিতভাবে মুচলেকা গ্রহন করে বিয়ে বন্ধ করা হয়। পরে বাল্য বিবাহের সকল আনুষ্ঠানিকতা পরিহার করা হয়েছে বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস জানান, বাল্য বিবাহ রোধে সকলকে আরো সচেতন হতে হবে এবং সরকারি নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]