ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারা দেশের ন্যায় কলারোয়ায় ইলিশ সংরক্ষণ কার্যক্রমের প্রচার-প্রচারনা চালানো হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নির্দেশনামূলক ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচার প্রচারনা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল জানান, আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই ২২ দিন সারাদেশের ন্যায় কলারোয়ায় ইলিশ বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণও এ সময় নিষিদ্ধ থাকবে। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকারী করা হবে জানান।
তিনি আরো জানান, কোন মৎস্যজীবি, ব্যবসায়ী সরকারি নির্দেশনার অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলার সকল সচেতন মহলকে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সরকারের নির্দেশনা কার্যকর করতে সহযোগীতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]