কলারোয়ার বিভিন্ন স্থানে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত মুসলিম সম্প্রদায়। শিশু ও নারীরা কেনাকাটায় ও সাজসজ্জা নিয়ে ব্যাস্ত। তবে সকল মুসলমানদের মনে এখন ঈদ আগমনের দিনকে কেন্দ্র করে যত ভাবনা।
পরিস্কার পরিচ্ছন্ন বাড়ি, অগোছালো ঘর পরিপাটি, কোন আত্বিয়ের বাড়িতে বেড়াতে যাবে, কোরবানির পশুটি কেমন হয়েছে, মসজিতে কোন পানজাবি পরে যাবেন, কোরবানির মাংস কাকে কাকে বিতরণ করবেন এমন হাজার রকমের ভাবনা নিয়ে দিন কাটছে তাদের।
কলারোয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে অধিকাংশ মসজিদ গুলোতে ইতিমধ্যে সাজসজ্জার কাজ সম্পন্য হয়েছে। রংবেরঙের মরিচ বাতি জ্বলছে, কোথাও কোথাও কাজ চলমান রয়েছে। সব মিলিয়ে কলারোয়ার মুসলমানদের মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত টহল লক্ষকরা গেছে।
কলারোয়ার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ আলী সানি জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ বিশেষ জায়গায় পুলিশি টহল অব্যাহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]