ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে কলারোয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও তিরোধানের স্মৃতিময় এ’দিনে ঈদে মিলাদুন্নবী পালিত হলো কলারোয়ার বিভিন্ন এলাকার মসজিদে।
শুক্রবার জুমার নামাজের পর ও রাতে এশার নামাজের পর দিনটি উপলক্ষ্যে বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এশার নামাজের পর কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ড জামে মসজিদে দোয়াপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর ও মসজিদের খতিব বুঝতলা মাদরাসার প্রভাষক মাওলানা লুৎফর রহমান ফারুকী।
আলোচনা পর্ব সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা আকবর হোসেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বারি।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তার তিরোধান হয় তথা মৃত্যুবরণ করেন।
বিশ্বের মুসলমানরা এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]