সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ’র আয়োজনে ও সলিডারিডাড, নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) প্রকল্প’র আওতায় ক্লাস্টার উন্নয়ন পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকালে কলারোয়া পৌরসভার হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার উত্তরণের সফল প্রকল্পের সাপ্লাই চেইন অফিসার মিজানুর রহমান, উত্তরণের সফল প্রকল্পের প্রতিনিধি খোকন সরদার, উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজুল করিব মিলন, বাবু তাপস কুমার রায়, অটো ক্রপ কেয়ারের প্রতিনিধি সাগর হোসেন, বায়ার ক্রপ সায়েন্স এর প্রতিনিধি মুজিদ হোসেন, এসিআই ক্রপ কেয়ারের প্রতিনিধি সোহাগ হোসেন সহ সফল প্রকল্পের কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-গত ২৩আগস্ট থেকে উপজেলার যুগিখালী, বামনখালী, জয়নগর, সোনাবাড়ীয়া ও রামকৃষ্ণপুর ক্লাস্টারের সদস্যদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
৫টি ক্লাস্টারের কর্মশালায় প্রায় ১৫০জন সরকারি-বে সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ অংশ গ্রহন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]